রাজনীতি

আওয়ামী লীগের প্রস্তাব জনগণের, বিএনপির প্রস্তাব দলীয় : হাছান মাহমুদ

ঢাকা, ১৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশনে ১১ দফা প্রস্তাব পেশ করেছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার জন্য। এই প্রস্তাব কোন দলীয় প্রস্তাব নয়। কিন্তু বিএনপির প্রস্তাব হচ্ছে দলীয় প্রস্তাব।
বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত “শেখ রাসেলের জন্মদিন এবং বিপন্ন মানবতা ও আন্তর্জাতিক রাজনীতিতে শেখ হাসিনার ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার দেশে ফেরার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, লোকে বলে অশান্তি বেগম দেশে এসেছেন। দেশ সাড়ে ৩ মাস শান্তিতে ছিল। অশান্তি বেগম দেশে এসেছেন বহু পরিকল্পনা করে। তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা , জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে বৈঠক করেছেন। দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনি যদি এই তকমা মুছতে চান তাহলে দেশে অশান্তি সৃষ্টি করবেন না।
সরকার চাইলে খালেদা জিয়াকে গ্রেফতার করতে পারত উল্লেখ করে তিনি বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সরকার চাইলে তাকে গ্রেফতার করতে পারত কিন্তু করে নাই। আর সরকার কিন্তু তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নাই। করেছে আদালত। কারণ তিনি আদালতের অনুমতি না নিয়ে বিদেশ চলে গিয়েছিলেন, আদালতে গড় হাজির ছিলেন ।এইজন্য আদালত আইনকে সমুন্নত রাখার জন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে বাধ্য হয়েছে।
সংগঠনের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাস, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মুন্সি এবাদুল ইসলাম, শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান (হাবু) প্রমুখ।
Show More

আরো সংবাদ...

Back to top button