রাজনীতি

শেখ হা‌সিনার অধীনে ভোট চায় জে‌পি

ঢাকা, ১৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের অধীনে ভোট চায় জাতীয় পার্টি (জেপি)। একইসঙ্গে সীমানা পুনর্বিন্যাস ও ইভিএমের বিপক্ষে মত দিয়েছে দলটি। বৃহস্পতিবার সকালে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসির ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের বক্তব্য সংবিধানের বাইরে যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থাকে বার বার যেখানে আঘাত করা হয়েছে, সেখানে আমাদের একটা স্ট্যান্ড ছিল। আমাদের অবস্থান নির্বাচনের পক্ষে।’

ভবিষ্যতে ভালো নির্বাচনের প্রত্যাশা করে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘একবারেই সুষ্ঠু নির্বাচন হবে? সেই পাকিস্তান আমল থেকে নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে, প্র্যাক্টিস করতে দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘সেনা মোতায়েনের বিষয়ে আমরা সেনা মোতায়েনে পক্ষে না, বিপক্ষেও না। সেনা বলে কোনও গোষ্ঠী বা জাতি এখানে নেই। সবাই মানুষ।’

ভোটকে সামনে রেখে জাতীয় সংলাপের প্রয়োজন রয়েছে কিনা, জানতে চাইলে জেপি চেয়ারম্যান বলেন, ‘আমরা আমাদের সংলাপ করি, আমরাই তো জাতি, বিজাতি নাকি?’

পরে দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, ‘অর্থবহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। সব রাজনৈতিক দল অংশ নিক। তবে একটি বা দু’টি রাজনৈতিক দল অংশ না নিলে অর্থবহ হবে না, তা নয়। ৭০-এর নির্বাচনে মাওলানা ভাসানির দল অংশ না নিলেও গ্রহণযোগ্যতা পেয়েছে। আগামীতেও এ রকম গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসির একটি নিরপেক্ষ ভূমিকা নিতে বলেছি।’ প্রশাসনের সহায়তায় সেনা মোতায়েনের প্রয়োজন হলে সেনা মোতায়েন করা যেতে পারে বলে মত দেন তিনি।

সহায়ক সরকার বা নির্বাচনের সময় সরকার নিয়ে ইসির এখতিয়ারের বাইরে থাকায় তা নিয়ে কোনও মত দেয়নি দলটি।

সব রাজনৈতিক দল একমত না হলে ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দেওয়া হয়েছে বলে জানান জেপির মহাসচিব। ইসির সামনে সুন্দর নির্বাচন অনুষ্ঠানই আগামী দিনের চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকারের সময় ইসি ও সরকারের ইতিবাচক ভূমিকা থাকলে সহায়ক সরকারের কোনও দরকার নেই।’

বৈঠকে উপস্থিত ইসি কর্মকর্তারা জানান, সংবিধান অনুযায়ী ভোট, প্রয়োজনে সেনা মোতায়েন, ইভিএম নয়, সংসদীয় আসনে সীমানা বহাল, রাজনৈতিক দলকে মনিটরিং, ভোটার তালিকা নির্ভুল করাসহ আট দফা সুপারিশ রয়েছে দলটির।

Show More

আরো সংবাদ...

Back to top button