
বিশ্বের সব স্বৈরাচারকে ডিঙিয়ে গেছে শাসকগোষ্ঠী : ফখরুল
ঢাকা, ১৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দল ও মতকে দমন-পীড়নের মাধ্যমে নিজেদের একদলীয় শাসনকে দীর্ঘস্থায়ী করতে বিশ্বের সব স্বৈরাচারকে ডিঙিয়ে গেছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। সারাদেশে দলীয় নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে এ বিবৃতি দিয়েছেন তিনি।
ফখরুল বলেন, নিজেদের দুঃশাসনের পরিণতির কথা আওয়ামী লীগ ভুলে গেছে বলেই মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতি তোয়াক্কা না করে তারা বিরোধী দলের রাজনীতিকে নিষ্ঠুরভাবে দমন করে চলছে। জোর জবরদস্তির মাধ্যমে অর্জিত ক্ষমতা ধরে রাখার জন্য এখন জনগণের ভয়ে ভীত বলেই সরকার রাষ্ট্রশক্তিকে নির্মমভাবে ব্যবহার শুরু করেছে।
বিএনপি মহাসচিব বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার ও দমন-পীড়ন চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে বিশ্বের কোনো স্বৈরাচারই বাধাগ্রস্ত করতে পারেনি, বরং তাদের পতন হয়েছে মর্মান্তিক। দেশের বর্তমান অপশাসনকে রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে ঢাকা মহানগরসহ দেশব্যাপী গ্রেফতারকৃত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।