জাতীয়

মিয়ানমার সরকারের বিরুদ্ধে মানবতাবাদীদের সোচ্চার হতে হবে

ঢাকা, ১৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মিয়ানমারের সামরিক জান্তারা রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যে জাতিগত নিধন চালিয়েছে তা পৃথিবীর সকল নিমর্মতাকে হার মানিয়েছে।
তিনি নারী অধিকার ও শিশু অধিকার রক্ষায় যারা কাজ করে তাদেরকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসার আহ্বান জানান এবং মিায়ানমার সরকারের বিরুদ্ধে পৃথিবীর সকল মানবতাবাদী মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার উখিয়ার কুতুপালন রোহিঙ্গা ক্যাম্পে মায়ানমারের সামরিক জান্তাদের নিষ্ঠুরতায় বিপর্যস্ত  রোহিঙ্গা নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধ কল্পে মাল্টিসেক্টোরাল প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন প্রমুখ।
প্রতিমন্ত্রী আজ কুতুপালন ও বালুখালী রোহিঙ্গা  ক্যাম্পে ১০টি মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করেন। প্রতি কেন্দ্রে একজন ক্লিনিকেল সাইক্লোজিস্ট এবং দুই জন ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে এবং তারা স্থানীয় ভাষা বুঝতে সক্ষম। এ সময় প্রতিমন্ত্রী মানসিক স্বাস্থ্য সেবা সমন্বয়ের লক্ষে সেখানে একটি রিজিওয়ানাল ট্রমা কাাউন্সেলিং সেন্টারের উদ্বোধন করেন। এছাড়াও সহিংসতার শিকার রোহিঙ্গা নারী ও শিশুদের সার্বিক সহয়তা প্রদানের লক্ষে একটি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর যৌথ উদ্যোগে উয়েমেন্স ফ্রেন্ডলি স্পেস উদ্বোধন করেন। পর্যায়ক্রমে ক্যাম্পের বিভিন্ন জায়গায় এ ধরনের একাধিক স্পেস স্থাপন করা হবে। তিনি উয়েমেন্স ফ্রেন্ডলি স্পেসে নারীদের মধ্যে এক লাখ সেনিটারি ও হাইজিন কিটস বিতরন করেন এবং কুতুপালং ক্যাম্পের সুদি খানায় অবস্থিত ডাব্লিউএফপি কর্তৃক স্থাপিত বিএসএফপি সেন্টারের গর্ভবতী মা ও শিশুদের জন্য  বিশেষ ধরনের খাদ্য দ্রব্য (বেবি ফুড) বিতরন করেন। তাছাড়া প্রতিমন্ত্রী বালুখালীতে এফপিএবি এর জরুরি  স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন।
Show More

আরো সংবাদ...

Back to top button