খেলাধুলা

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে মুশফিকের উন্নতি

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরির দুটি ইনিংস খেলে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে পাঁচধাপ এগুলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত এই ব্যাটসম্যানের র‌্যাংকিং এখন ১৮ নম্বর।

তার রেটিং এখন ৬৬৭।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেন মুশফিক। এরপর দ্বিতীয় ওয়ানডেতেও ৬০ রানের একটি লড়াকু ইনিংস খেলেন তিনি। তবে ওই দুটি ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষ ২০ এ বাংলাদেশের আরেকজন ক্রিকেটার আছেন। তিনি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতে না খেলা তামিম ৬৮০ পয়েন্ট নিয়ে আছেন ১৬ নম্বরে। তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৭৬ রানের বিধ্বংসীএক ইনিংস খেলে এবিডি ভিলিয়ার্স ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে চলে এসেছেন।  দুইয়ে নেমেছেন ভারতের দলপতি বিরাট কোহলি এবং তিনে নেমেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

Show More

আরো সংবাদ...

Back to top button