অর্থ ও বাণিজ্য

ভারত থেকে এক লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ভারত থেকে এক লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করবে সরকার। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, প্রতি টন ৪৫৫ মার্কিন ডলার হিসেবে ১ লাখ টন চাল আমদানি করতে বাংলাদেশি টাকায় খরচ হবে ৩৭৭ কোটি ৬৪ লাখ টাকা।
তিনি আরো জানান, ঋণপত্র খোলার ৬০ দিনের মধ্যে পুরো চাল সরবরাহ করবে ভারত।
Show More

আরো সংবাদ...

Back to top button