
জেলার সংবাদ
যশোরে অজ্ঞাত তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
যশোরের পতেঙ্গালী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে পতেঙ্গালী এলাকায় সড়কের ওপর থেকে এই লাশ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কেএম আজমল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পতেঙ্গালী ও মালঞ্চির মাঝামাঝি এলাকায় রাস্তার ওপর থেকে ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে। তবে তার নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পরিচয় শনাক্ত করার পর হত্যার মোটিভ উদ্ঘাটন সম্ভব হবে বলে জানান ওসি।