রাজনীতি

শনিবার থেকে গুলশান কার্যালয়ে বসবেন খালেদা

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

আগামীকাল শনিবার থেকে গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সন্ধ্যার ৭টার দিকে কার্যালয়ে বসার কথা রয়েছে তার। দলের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

টানা ৯৪ দিন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান শেষে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই গত বুধবার দেশে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পন করে জামিনও পেয়েছেন খালেদা জিয়া।

বিভিন্ন মামলা আইনগতভাবে মোকাবিলা করার পাশাপাশি এবার দলের প্রতি মনোযোগী হবেন সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন তার অনুপস্থিতিতে দলের সাংগঠনিক অবস্থার খোঁজ খবর গুলশান কার্যালয়ে বসার পরই নেয়া শুরু করবেন তিনি।

জানা গেছে, আগামী সপ্তাহেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন খালেদা জিয়া। শারিরিক অবস্থা ভালো থাকলে চলতি সপ্তাহে জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি।

এ ছাড়া সহায়ক সরকারের প্রস্তাবনা নিয়ে শিগগিরই বুদ্ধিজীবীদের সঙ্গে খালেদা জিয়া বৈঠকে করতে পারেন বলে আরেকটি সূত্র জানিয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button