রাজনীতি

খালেদা জিয়াই আদালতকে হেনস্তা করছেন: ওবায়দুল কাদের

ঢাকা, ২০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিচারপ্রক্রিয়াকে বিলম্বিত করে আদালতকে হেনস্তা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২০ অক্টোবর শুক্রবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
বিচারের নামে খালেদা জিয়াকে অসম্মান করার অভিযোগের যুক্তি খণ্ডন করে ওবায়দুল কাদের বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ১৫০ বারেরও বেশি সময় নেয়ার পাশাপাশি ৮ মাস মামলার বিচারকে বিলম্বিত করেছেন। এখন তিনিই হেনস্তার অভিযোগ করছেন! আসলে বিচারপ্রক্রিয়াকে বিলম্বিত করে তিনিই আদালতকে হেনস্থা করছেন। তা ছাড়া আদালত প্রাঙ্গনে বিএনপি সমর্থিত আইনজীবীরা হাতাহাতি করে প্রমাণ করেছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা আইন মানেন না।’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আপনারা সংবর্ধনা জানিয়েছেন, সংবর্ধনায় আমাদের কোনো নেতা-কর্মী কি রাস্তায় এসেছে? কেউ রাস্তায় এসেছে? তাদের (বিএনপি) যা উপস্থিতি, এর চেয়ে বেশি ছিল আমাদের নারীদের উপস্থিতি। তারপরও কেউ রাস্তা অবরোধ করে স্লোগান তুলে আমাদের নির্দেশ কেউ অমান্য করেনি।’ এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘এমন বিশৃঙ্খল একটি দল আগামীতে ক্ষমতায় এলে দেশের কী অবস্থা হবে?’
নতুন সদস্য সংগ্রহ অভিযানে নারী এবং নতুন ভোটারদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি একে এম রহমত উল্লাহ।

Show More

আরো সংবাদ...

Back to top button