বিনোদন

সাইফ কন্যা হৃতিকের নায়িকা!

ঢাকা, ২৬ জানুয়ারী , (ডেইলি টাইমস ২৪):

গেল বছরের ‘কাবিল’ সিনেমায় শেষবারের মতো বাজিমাত করেছিলেন ‘গ্রীকগড’ খ্যাত বলিউড অভিনেতা হৃতিক রোশন। এরপর আর কোন নতুন সিনেমায় চুক্তি হওয়ার কথা শোনা যায়নি। তবে বাবা রাকেশ রোশনের ‘কৃষ ৪’ সিনেমায় কাজের কথা শোনা গিয়েছিল। এরই মধ্যে পরিচালক বিকাশ বেহেলের ‘সুপার থার্টি’-তে অভিনয় শুরু করেছেন হৃতিক। এতে নায়িকা চরিত্রে সাইফ আলি খান কন্যা সারা আলি খানকে পছন্দ করেছেন অভিনেতা।
তবে হৃতিক-সারা জুটির চুক্তিবদ্ধ হওয়ার কথা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি।
জানা যায়, গণিতজ্ঞ আনন্দ কুমারের বায়োপিক ‘সুপার থার্টি’-তে নাকি হৃতিকের বিপরীতে দেখা যাবে ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে। এই টেলি অভিনেত্রীকেই নাকি ‘সুপার থার্টি’-তে হৃতিকের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। কিন্তু সারা আলি খানের কারণে সব পরিকল্পনা ওলটপালন হয়ে গেল। হৃতিকের নাকি ‘সুপার থার্টি’-র জন্য সারা আলি খানই প্রথম পছন্দ!
তবে শুধু অভিনেতাই নন, পরিচালক বিকাশও নাকি হৃতিকের নায়িকা হিসেবে সাইফ কন্যাকেই পছন্দ করেছেন বলেই গুঞ্জন শোনা যাচ্ছে। এই সিনেমাটি আগামী ২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে এই বছরেই মুক্তি পাবে সারার প্রথম সিনেমা ‘কেদারনাথ’। এতে তাকে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। ডেকান ক্রনিকল।
Show More

আরো সংবাদ...

Back to top button