খেলাধুলা

শনিবারের ফাইনালে কেমন হবে টাইগার একাদশ?

ঢাকা, ২৬ জানুয়ারী , (ডেইলি টাইমস ২৪):

রাত পোহালেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। প্রথমবারের মত তিন বা তার বেশি দলের অংশগ্রহণে আয়োজিত সিরিজের শিরোপা জয়ের সামনে মাশরাফি বাহিনী। এই ম্যাচে কেমন হবে টাইগার একাদশ?

আজ মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফির দিকে ছুটে গেল এমন অসংখ্য প্রশ্ন। ম্যাশ সেগুলোর জবাব দিলেন নিজের মত করেই। তবে কোনো নাম ফাঁস করতে রাজী নন তিনি। এমনকী তামিম ইকবালের ওপেনিং পার্টনার বিজয় হচ্ছেন নাকি ইমরুল হচ্ছেন, সেটাও পরিস্কার করেননি তিনি। টাইগার ক্যাপ্টেনের কাছে জানতে চাওয়া হলো, ফাইনালের একাদশ নিয়ে।

একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ম্যাশ বললেন, ‘স্পিনার তো অবশ্যই সাকিব আছে। সঙ্গে একজন খেলে আসছিল। এ থেকে বেরোনোর সুযোগ নেই। স্পিনার একজন থাকবেই। বাড়তি স্পিনার কাম ব্যাটসম্যান হিসেবে নাসির খেলেছিল। তো কে আসবে এখনো নিশ্চিত না। আর চার পেসার না তিন পেসার, এখানে অবশ্যই আলোচনার ব্যাপার আছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে গত দুই ম্যাচে ৪ পেসার নিয়ে নেমেছিল বাংলাদেশ। মাশরাফি, মুস্তাফিজ ও রুবেলের পাশাপাশি দুই ম্যাচে অদলবদল করে খেলেছেন সাইফ উদ্দিন এবং আবুল হাসান। পরিবর্তনের ইঙ্গিত দিলেও সেটা যে খুব বড়সর পরিবর্তন হবে না সেটাও বলেছেন ম্যাশ। পাশাপাশি সর্বশেষ ম্যাচে ৮২ রানে অল-আউট হওয়ার ধাক্কাটা পুরোপুরি সামলে উঠতে না পারলেও সেটা ভোলার কথাও বললেন আধিনায়ক।

ম্যাশের ভাষায়, ‘একটা ম্যাচ হারার পর পুরো ব্যাপারটা এলোমেলো করার ইচ্ছা নেই। চার পেসারের জায়গায় এমন না যে একজন ব্যাটসম্যান বাড়িয়ে দেব। হয়তো মানুষটা বদলাতে পারে কিন্তু পেসারের জায়গায় পেসারই খেলাব।’

Show More

আরো সংবাদ...

Back to top button