
আন্তর্জাতিক
ইরাকে অন্ত্যেষ্টিক্রিয়ায় বিস্ফোরণ : নিহত ১০
ঢাকা , ১৪ এপ্রিল , (ডেইলি টাইমস ২৪):
ইরাকে সুন্নী মুসলিম উপজাতি গোষ্ঠীর একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন। স্থানীয় শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন, ইরাকের উত্তরাঞ্চলীয় সিরকাত শহরে বৃহস্পতিবার ওই হতাহতের ঘটনা ঘটেছে।
উপজাতি গোষ্ঠির তিন যোদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হচ্ছিল। মাত্র একদিন আগেই ট্রাইবাল মোবালিজেশন ফোর্সের হাতে ওই যোদ্ধারা নিহত হন। শহরের নেতা আলি দাওদাহ বলেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে সরকারি বাহিনী। জঙ্গিদের সঙ্গে সুন্নি মিলিশিয়াদের সম্পৃক্ততা রয়েছে।
সন্ত্রাসীরা অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তাদের যোদ্ধাদের কবরের পাশে বিস্ফোরক ডিভাইস পুতে রেখেছিল। সিরকাত শহরটি ইরাকের সালাহ আল-দিন প্রদেশে অবস্থিত।