
জেলার সংবাদ
ঘোড়াঘাটে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা করোনা ভাইরাসে আক্রান্ত
ঢাকা , ৩০ এপ্রিল, (ডেইলি টাইমস২৪): হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ওম্মে হানি (২৫)নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় দুইজন করোায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নুর নেওয়াজ বলেন, তার করোনা ভাইরাসের নমুনা পরিক্ষা করার জন্য রংপুর মেডিক্যালে পাঠানো হলে আজ বুধবার সে করোনা ভ্ইারাসে আক্রান্ত হয়েছে বলে জানাযায়।
এ ঘটনায় আজ রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খান আক্রান্ত বাড়ীসহ আশে পাশের ৭টি বাড়ী লগডাউন করেছে।
ওম্মেহানির স্বামী সাজ্জাদ হোসেন ঢাকা গাজিপুরে একটি প্রাইভেট কম্পানিতে চাকুরী করতেন। সে করোনা উপসর্গ নিয়ে ঘোড়াঘাট এসকে বাজার শশুর বাড়ীতে বেড়াতে এসে তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে।
ঢাকা , ৩০ এপ্রিল, (ডেইলি টাইমস২৪)/আর এ কে