
বিজ্ঞান ও প্রযুক্তি
ল্যাপটপ থেকে ফ্রিজ- সব চলবে ‘পাওয়ার স্টুডিও ৩০০’ তে
ঢাকা,৩০ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস২৪): কোথাও হয়তো ঘুরতে গেছেন। সঙ্গে আছে প্রয়োজনীয় ল্যাপটপ থেকে শুরু করে হরেক রকম গ্যাজেট। এসব চার্জ করা তো আর চাট্টিখানি কথা নয়। এসবের জন্য তো আর ভাগে ভাগে এত আর পাওয়াব্যাংকও সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করা যাবে না। আর এ জন্য আছে ‘পাওয়ার স্টুডিও ৩০০’।
রেডিওর মতো এই ডিভাইস দিয়ে ল্যাপটপ থেকে শুরু করে ছোটখাটো ফ্রিজ পর্যন্ত চালানো যাবে। দাম পড়বে ১৯৯ থেকে ৪১৯ ডলার।
তথ্যসূত্র: ম্যাশাবল।
ঢাকা,৩০ সেপ্টেম্বর,(ডেইলি টাইমস২৪) /আর এ কে