
চট্টগ্রামে তরুণীকে দলবেঁধে ধর্ষণ: ৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ঢাকা, ১০ অক্টোবর(ডেইলি টাইমস২৪): এম, এ কাশেম ॥ চট্টগ্রাামঃ চট্টগ্রাম মহানগরীতে এক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে শুক্রবার (৯ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিজ বাড়ি থেকে নগরীর চান্দগাঁও থানার সিঅ্যন্ডবি মোড়ে আসেন ওই তরুণী। সেখান থেকে তার চকবাজারের বাসায় যাওয়ার কথা ছিলো।
কিন্তু, সে সিঅ্যান্ডবি মোড় এলাকায় যাওয়ার পর পর-ই সেখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে দলবেঁধে তাকে ধর্ষণ করা হয়।
পরে ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেয়া হয়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ অভিযানে নামে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক সাংবাদিকদের জানান, তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া-বিস্তাারিত পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে ও জানান তিনি।
ঢাকা, ১০ অক্টোবর(ডেইলি টাইমস২৪)/আর এ কে