
করোনায় থেমে নেই খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
ঢাকা, ১৬ অক্টোবর(ডেইলি টাইমস২৪): করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন।প্রায় সাত মাস করোনার জন্য বন্ধ আছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এর মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে চলছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরণের উন্নয়ন।ইতোমধ্যেই শেষ হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এর কাজ।এছাড়া শিক্ষা ও গবেষণা (আইইআর)ডিসিপ্লিনের জন্য শুরু হয়েছে নতুন ভবন নির্মাণের কাজ,স্বাক্ষরিত হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ভবনে টেনসাইল মেমব্রেন স্ট্রাকচার নির্মাণ কাজের চুক্তি,৫ জন গবেষককে ডক্টর অব ফিলোসোফি (পিএইচডি)ডিগ্রী প্রদান।এছাড়াও দীর্ঘ ৮ বছর ৯ মাস পর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিযুক্ত করা হয় অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা ম্যামকে যিনি খুবির ইতিহাসে প্রথম নারী উপ-উপাচার্য।
এছাড়া এই মহামারিতে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে কিছু সময়োপযোগী পদক্ষেপ। অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা, কম খরচে অনলাইন ক্লাস করার জন্য শিক্ষার্থীদের সিম প্রদান ইত্যাদি। এসকল পদক্ষেপ একইসাথে যেমন শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে নিয়মিত হতে সহায়তা করবে তেমনি সেশনজট নামক যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবে শিক্ষার্থীরা।
ঢাকা, ১৬ অক্টোবর(ডেইলি টাইমস২৪)/আর এ কে