
জেলার সংবাদপ্রধান সংবাদ
কামারখন্দে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার
ঢাকা, ২৯ নভেম্বর (ডেইলি টাইমস২৪): আব্দুল্লাহ আল মারুফ সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মৎস অফিসের পেছনের পুকুরে অর্ধগলিত বৃদ্ধার লাশ ভেষে উঠেছে। রবিবার (২৯ নভেম্বর) সাড়ে এগারোটার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ওই বৃদ্ধা উপজেলার জামতৈল ইউনিয়নের চরটেংরাইল গ্রামের মৃত. হবিবর আকন্দের স্ত্রী রহিমা খাতুন (৮০)।
বৃদ্ধার মেয়ের জামাই আব্দুর রহিম আকন্দ জানান, শাশুড়ী মানসিক রোগী ছিলো। গত ১০/১৫ দিন আগে আমার শ্বাশুড়িকে হারিয়ে গেছে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় ডায়েরী করা হয়।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা ওই বৃদ্ধার লাশের খবর পাই। ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আসল বিষয়টি জানা যাবে।
ঢাকা, ২৯ নভেম্বর (ডেইলি টাইমস২৪)/আর এ কে