
জেলার সংবাদ
ঘোড়াঘাটে পুরুষদের রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা, ০৩ ডিসেম্বর, (ডেইলি টাইমস২৪): ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে পুরুষদের রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় ঘোড়াঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে বাসায় নারীদের সেবামুলক রান্না গৃহস্থালি কাজের মূল্যায়ন লক্ষে এনজিও এইড আয়োজনে পুরুষদের রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১টি দলে ৪জন করে ৩টি দলে ১২ জন পুরুষ এ রান্না প্রতিযোগিতা অংশ নেয়
এ সময় উপস্হিত ছিলেন,ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকতা এখলাস হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, একশন এইড এনজিওর ম্যানেজার আব্দুল কাইয়ুম, প্রোগ্রাম অফিসার শামীম প্রমুখ।
ঢাকা, ০৩ ডিসেম্বর, (ডেইলি টাইমস২৪)/আর এ কে