
ঘোড়াঘাটে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প
ঢাকা, ২৩ ডিসেম্বর, (ডেইলি টাইমস২৪): ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মুজিববর্ষ বিজয়ের মাস উপলক্ষ্যে স্মার্ট লাইভ স্টক ভিলেজ ভ্রাম্যমান ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প করা হয়।
বুধবার (২৩ ডিসেম্বর ) সকাল ১০ টায় উপজেলা প্রানি সম্পদ দপ্তর আয়োজনে ৩নং সিংড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে পশুর চিকিৎসা করা হয়।
এছাড়া পশুর জন্য কৃমিনাশক, এন্টিবায়োটিক, রুচি বর্ধক, ভিটামিন সহ বিভিন্ন ঔষধ বিতরণ করা হয়। ঘোড়াঘাট উপজেলা প্রানি সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডাঃ রুমানা আকতার রোমি লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে জন সচেতনতা মূলক আলোচনা করেন। এ সময় প্রানি সম্পদ সম্প্রসারণ উপসহকারী প্রানি সম্পদ কর্মকর্তা শাহাদত হোসেন, এল এস পি নুরজাহান বেগম, সীল ফয়সাল আলম, ফিল্ড ফ্যাসিলিটেটর মাহাদী, ভ্যাক্সিনেটর সৈয়দ রনি উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৩ ডিসেম্বর, (ডেইলি টাইমস২৪)/আর এ কে