
জেলার সংবাদলিড নিউজ
গাজীপুরে কলোনিতে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু
ঢাকা,১১জানুয়ারি, (ডেইলি টাইমস২৪): গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডে চার জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ ও আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
সোমবার ভোর পৌনে ৬টার দিকে এই আগুন লাগে। আগুনে ওই কলোনির অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে।
মৃত ব্যক্তিরা ওই কলোনির বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।
ঢাকা,১১জানুয়ারি, (ডেইলি টাইমস২৪)//আর এ কে: