
জেলার সংবাদ
ঘোড়াঘাটে সি আই জি ‘দের মাঝে উপকরণ বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এন এ, টি, পি -২)আওতায় ১২ টি সি,আই, জিদের মাঝে পশু পালনের মাচা,খাদ্য, ভিটামিন ক্রিমিনাশক ঔষধ এবং সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রানিসম্পদ দপ্তর আয়োজনে ঘোড়াঘাট উপজেেলা নির্বাহী অফিসার রাফিউল আলম ওই সব উপকরণ সি, আই,জিদের মাঝে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা প্রানি সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ রুমানা আকতার রোমি, উপজেেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রাখিবা খাতুন,ডাঃ খোরশেদ আলম, উপ-সহকারী কর্মকর্তা আব্দুল মতিন, শাহাদৎ হোসেন, আমির হাজমা,
ঘোড়াঘাটে সি আই জি ‘দের মাঝে উপকরণ বিতরণ