
জেলার সংবাদ
হিলিতে নারীর ক্ষমতায়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত
ঢাকা,১৪জানুয়ারি, (ডেইলি টাইমস২৪): হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে হাকিমপুর উপজেলা তথ্যসেবা অফিসের আয়োজনে আলীহাট ইউনিয়নের জাংগই গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা তথ্যসেবা অফিসার মোছা.পান্না বেগমের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম।
এসময় আরো বক্তব্য রাখেন আলীহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম মন্ডল,সংরক্ষিত আসনের ইউপি সদস্য সুখিমন বেওয়া।
এসময় বক্তারা সমাজে নারীর ক্ষমতায়নে ভুমিকা,বাল্য বিবাহ প্রতিরোধসহ নানা বিষয়ে বক্তব্য রাখেন। আলোচনা শেষে ১শ জন নারীর মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল,১শ টাকাও খাবার বিতরণ করা হয়।
ঢাকা,১৪জানুয়ারি, (ডেইলি টাইমস২৪)//আর এ কে: