জেলার সংবাদ
বেনাপোলে বিদেশী মুদ্রা সহ আটক ১
ঢাকা,১৫জানুয়ারি, (ডেইলি টাইমস২৪): বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে ১২৫০০ আমেরিকান ডলার ২০হাজার ভারতীয় রুপি মোবাইল ও অন্যান্য পন্য সহ কবির উদ্দিন নামে একজন পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকালে তাকে চেকপোস্ট আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল থেকে আটক করা হয়।
বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী বলেন গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগ তল্লাশি করে এসব বিদেশী মুদ্রা সহ আটক করা হয়। আটককৃত কবিরের বাড়ি গোপালগঞ্জ জেলায়। মুদ্রা পাচারের অভিযোগে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা,১৫জানুয়ারি, (ডেইলি টাইমস২৪)//আর এ কে: