
মহসেন জুট মিলের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক সভা
ঢাকা,১৬জানুয়ারি, (ডেইলি টাইমস২৪): সাব্বির ফকির, খুলনাঃ
খুলনার ফুলতলায় ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত বকেয়া পাওনা পরিশোধের দাবীতে সভা শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৪ টায় মহসেন জুট মিল সংলগ্ন গফ্ফার ফুড মোড়ে অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা কাজী আমির মুন্সি’র সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন,সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, আইনউদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চলতি মাসের মধ্যে শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ করা না হলে পুণরায় রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন থেকে কঠিনতম কর্মসূচী দেয়া হবে। আগামী ২২ জানুয়ারী শুক্রবার বেলা ৩টায় গফ্ফার মোড়ে শ্রমিক জনসভা থেকে নতুন কর্মসূচী ঘোষনা করা হবে বলেও জানান শ্রমিক নেতৃবৃন্দ।
ঢাকা,১৬জানুয়ারি, (ডেইলি টাইমস২৪)//আর এ কে: