
জেলার সংবাদ
ভারতীয় ফেন্সিডিল ও ৩ আসামীসহ প্রাইভেটকার আটক
ঢাকা,১৬জানুয়ারি, (ডেইলি টাইমস২৪): হিলি প্রতিনিধি: ২০ বিজিবি এর অধীনস্থ ভাইগড়, ঘাসুরিয়া, ডাংগাপাড়া হিলি বিওপিা বিজিবি টহলদল মাদক বিরোধী অভিযান পরিচালানা করে বিপুল পরিমানের ভারতীয় ফেন্সিডিল ও আসামীসহ প্রাইভেটকার আটক করেছে।
১৬ জানুয়ারি জয়পুরহাট ব্যাটলিয়ন (২০ বিজিবি) এর অধীনস্থ ভাইগড়, ঘাসুরিয়া, ডাংগাপাড়া এবং হিলি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৩ জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল-৪৪৮ বোতল, ভারতীয় কমান্ডো বাজী-১৪৫ প্যাকেট এবং ০১ টি প্রাইভেটকার আটক করেন।
আটককৃত মালামাল ও মাদকদ্রব্যের সিজার মূল্য-১৩,২৪,২০০/- (তের লক্ষ চব্বিশ হাজার দুইশত টাকা)। আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্য ও মালামালসহ হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকা,১৬জানুয়ারি, (ডেইলি টাইমস২৪)//আর এ কে: