
জেলার সংবাদপ্রধান সংবাদ
বিরামপুর পৌর সভায় নৌকার বিজয়
ঢাকা,১৬জানুয়ারি, (ডেইলি টাইমস২৪): হিলি প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত অধ্যক্ষ আক্কাস আলী (নৌকা) ১৫ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ডী স্বতন্ত্র প্রার্থী এড. নুরুজ্জামান হোসেন (নারিকেল গাছ) পেয়েছেন ৮ হাজার ৬৮৬ ভোট।
দ্বিতীয় ধাপে শনিবার সকাল ৮টা থেকে বিরামপুর পৌর এলাকার ১৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ পৌরসভায় মোট ভোটার ছিল ৩৬ হাজার ৭শ৪৮ জন। এখানে মেয়র প্রার্থী চারজন প্রতিদ্বন্ধিতা করেন।
ঢাকা,১৬জানুয়ারি, (ডেইলি টাইমস২৪)//আর এ কে: