
জেলার সংবাদপ্রধান সংবাদ
মাদকসহ ৩ মটরসাইকেল আটক
ঢাকা,১৮জানুয়ারি, (ডেইলি টাইমস২৪):হিলি প্রতিনিধি: বিজিবি ২০ ব্যাটালিয়ন এর সদস্যরা সীমান্তের আটাপাড়া, বাসুদেবপুর,ভাইগড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মোটর সাইকেলসহ বিপুল পরিমানের ফেন্সিডিল আটক করেছে।
গত ১৮ জানুয়ারি সকালে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধীনস্থ আটাপাড়া বাসুদেবপুর এবং ভাইগড় বিওপির সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ০৩টি মোটর সাইকেলসহ সর্বমোট ৮২১ বোতল ফেন্সিডিল মালিক বিহীন অবস্থায় আটক করেন, যার আনুমানিক সিজার মূল্য ৯ লক্ষ ২৮ হাজার ৪শ টাকা। আটককৃত মালামাল হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
ঢাকা,১৮জানুয়ারি, (ডেইলি টাইমস২৪)//আর এ কে: