
জেলার সংবাদপ্রধান সংবাদ
ভারতীয় গাঁজা,ইয়াবা, ফেন্সিডিল এবং মদ আটক
ঢাকা,১৯জানুয়ারি, (ডেইলি টাইমস২৪): হিলি( দিনাজপুর) প্রতিনিধি:
হিলিসিপি, মংলা, ভাইগড় এবং দাউদপুর বিওপির টহলদল কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে ভারতীয় গাঁজা,ইয়াবা, ফেন্সিডিল এবং মদ আটক করেছে বিজিবি ২০ব্যাটালিয়ন ।
বিজিবি ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো বলেন, মঙ্গলবার ভোর রাতে বিজিবি হিলিসিপি, মংলা, ভাইগড় এবং দাউদপুর বিওপির সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা-০৬ কেজি, ফেন্সিডিল-৭৯ বোতল, ইয়াবা ট্যাবলেট-৩৫৬ পিস এবং বিদেশী মদ-০৬ বোতল মালিক বিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মালামাল সিজারলিষ্টের মাধ্যমে হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
ঢাকা,১৯জানুয়ারি, (ডেইলি টাইমস২৪)//আর এ কে: