
বাংলাদেশ সেনাবাহিনীকে কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী
ঢাকা,১৯জানুয়ারি, (ডেইলি টাইমস২৪): বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল দিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার ৩টার সময় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে সাভার ক্যান্টনমেন্টে থেকে আসা মেজর মোঃ এনামুল হক বলেন, ভারতের উত্তর প্রদেশ এর সেনানিবাস থেকে কুকুর গুলো প্রথমে কোলকাতার চাষাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে আনা হয়। পরে আজ মঙ্গলবার দুপুর ৩ টার দিকে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়। এর আগে গত বছরের ১০ নভেম্বর ২০ টি ঘোড়া ও ১০টি কুকুর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়েছিলেন। তিনি আরো বলেন, এ প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর গুলো সাভার ক্যান্টনমেন্ট নেয়া হবে।
ঢাকা,১৯জানুয়ারি, (ডেইলি টাইমস২৪)//আর এ কে: