
হিলিতে পিকআপ-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ মটরসাইকেল আরোহীর
ঢাকা, ২৯ জানুয়ারি, (ডেইলি টাইমস২৪): হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে পিক-আপ ভ্যানের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন,রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মকছেদপুর বানিয়াল পাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০) ও একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২৪)।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুর পোনে ২ টায় হিলি বোয়াদাড়ের নওনা পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, হাকিমপুর থানা ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান।
তিনি আরোও জানান,সোমবার দুপুর হিলি থেকে মটরসাইকেল যোগে বদরগঞ্জে যাওয়ার সময় বোয়ালদাড়র নওনাপাড়া নামকস্থানে বিপরী দিক থেকে একটি আসা সাদা পিক-আপ ভ্যানের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
ঢাকা, ২৯ জানুয়ারি, (ডেইলি টাইমস২৪)//আর এ কে: