
ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী নিহত।
ঢাকা, ২৯ জানুয়ারি, (ডেইলি টাইমস২৪): ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী এলাকায় মোটরসাইকেলের সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার দুপুরে মোটরসাইকেল নিয়ে ৩ বন্ধু পুখুরিয়া এলাকা থেকে তারা ভাঙ্গার উদ্দেশ্য যাওয়ার সময় পিছন থেকে একটি অজ্ঞাত পরিবহন তাদের বহনকারী মোটরসাইকেলটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সংঘর্ষে মোটরসাইকেলটি চুর্নবিচুর্ন হয়ে এর ২ আরোহী নিহত হয়। এ ঘটনায় মারাত্মক আহত হয় আরও ১ আরোহী। নিহতরা হলো উপজেলার পূর্ব সদরদী গ্রামের আবুল খায়েরের পুত্র সাকিব ফকির(১৬) এবং পুখুরিয়া নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের পুত্র শাহিন মাতুব্বর(১৫)।তারা দুজনই ব্রাহ্মণকান্দা এ,এস একাডেমির অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী। ভাঙ্গা থানা হাাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ দুটি উদ্ধার করে এবং আহত আরোহীকে উদ্বার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঢাকা, ২৯ জানুয়ারি, (ডেইলি টাইমস২৪)//আর এ কে: