
আজ পাইকগাছা পৌরসভা নির্বাচন
ঢাকা,৩০ জানুয়ারি, (ডেইলি টাইমস২৪): পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছা পৌরসভার আজ অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নিরত্তাপ ও কাউন্সিলরপদে উৎসবমুখর প্রচারণা চলছে। এদিকে, ৩, ৬ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সির পদের সুষ্ঠু নির্বাচন নিয়ে উৎকন্ঠায় রয়েছে ভোটার ও এলাকাবাসী। প্রশাসনের পক্ষ থেকে ৩টি ওয়ার্ডকে ঝুকিপূর্ণ মনে করলেও সর্বাধিক সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর।
উপজেলার পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২, সাধারণ কাউন্সিলর ৩২ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর (নৌকা) ও এ্যাডঃ প্রশান্ত মন্ডল (কাস্তে)। নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সহ ঝুকিপূর্ণ ওয়ার্ডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নির্বাচনে ১৪ হাজার ৪শ’৩১জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, পৌরসভার কোন ওয়ার্ডকে ঝুকিপূর্ণের আওতায় ভাবা হচ্ছে না। সকল ওয়ার্ডকে সমান গুরুত্ব দেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
ঢাকা,৩০ জানুয়ারি, (ডেইলি টাইমস২৪)//আর এ কে: