
ঘোড়াঘাটে স্মার্ট কার্ড বিতরন
ঢাকা, ০২ ফেব্রুয়ারী, (ডেইলি টাইমস২৪): ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদ।
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় পরিচয় পত্রের (স্মার্ট কার্ড) বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২টায় স্মার্ট কার্ড বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম। ঘোড়াঘাট পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ১২শ নতুন ভোটারের মধ্যে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ও উপজেলা নির্বাচন অফিসার শাহজাহান মানিক। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে সাবেক পৌর যুবলীগের সাধারন সম্পাদক এস,এম,রবিউল ইসলাম রবি, পৌরসভার সকল কর্মকর্তা,কর্মচারীসহ সকল ওয়ার্ডের কাউন্সিলরগন উপস্থিত ছিলেন। ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসার জানান,২০১৯ সালে যারা নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন তাদেরকে প্রথম পর্যায়ে পৌরসভা ও পর্যায়ক্রমে ৪টি ইউনিয়নে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরন করা হবে।
ঢাকা, ০২ ফেব্রুয়ারী, (ডেইলি টাইমস২৪)//আর এ কে: