নতুন মুখ

রয়েল মালাবরের কাজে নতুন ক্ষুদে মডেল

ডেইলি টাইমস২৪, বিপা চৌধুরী:

বাংলাদেশের জনপ্রিয় একটি ফ্যাশন হাউজ রয়েল মালাবর। জনপ্রিয় এই ফ্যাশন হাউজটি ক্ষুদে শিল্পীদের নিয়েও কাজ করে যাচ্ছে।

সম্প্রতি, রয়েল মালাবর ফ্যাশন হাউজের মডেল হয়েছে দুই ভাই বোন মোহাম্মদ মাশরুর আহসান ও মাশরুবা আহসান।

মোহাম্মদ মাশরুর আহসান মনিপুর হাই স্কুলে অষ্টম শ্রেণীতে এবং মাশরুবা আহসান পড়ে চতুর্থ শ্রেণীতে।

তাদের কাজ প্রসঙ্গে তাদের বাবা মোহাম্মদ মাহবুব আহসান বলেন , এটাই ওদের প্রথম কাজ। তবে প্রথম কাজ
হলেও ওরা খুব সুন্দর করে কাজটা করতে পেরেছে।

অনেকটা শখের বশে কাজটা করা। তবে বড় হয়ে ওরা যদি চাই অবশ্যই ওরা মডেলিং টাকে প্রফেশন হিসেবে নিতে পারে। এখানে আমার কোন আপত্তি নেই। তবে এই একটি কাজ করেই থেমে নেই এই দুই ক্ষুদে শিল্পী। হাতে আছে আরও বেশকিছু কাজ। পরিস্থিতি একটু ঠিক হলেই সেই কাজগুলো ও শুরু হবে।
রয়েল মালাবরের এই কাজটির কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা।

Show More

আরো সংবাদ...

Back to top button