
ভাঙ্গায় “অংগীকার-৯২” এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় এস,এস,সি- ৯২ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “অংগীকার-৯২” এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিশাল এক আলোচনা সভা,ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে দু,দক পিপি এ্যাডভোকেট আসাদুজ্জামান রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন,বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল হক ভোলা মাষ্টার,উপজেলা চেয়ারম্যান এস.এম হাাবিবুর রহমান। প্রথমে সংগঠনের সদস্যদের উদ্যোগে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাদ্যযন্ত্র সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ষ্টেডিয়ামের প্রতিটি জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। অনষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক মন্ত্রনালয়ের প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান মোড়ল,্ যুগ্ন আহবায়ক রেজাউল করিম, বজলুর রহমান,টিপু শিকদার,এ্যাপোলো নওরোজ,মুক্তিযোদ্বাবৃন্দ,ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তিবৃন্দ প্রমুখ। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মরনোত্তর সহ গুনী ও বিশিষ্ট জনকে সম্মাননা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে মনোগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফোক সংগীতের কিংবদন্তি মমতাজ বেগম, কেøাজ আপ ওয়ান তারকা নুসরাত মাতিন,গামছা পলাশ,আরমান আলিফ,কনা,পুষ্পিতা,চন্দ্রিমা দেয়া প্রমুখ। সংগীতের মুর্ছনায় হাজার হাজার দর্শক শ্রোতা নেচে গেয়ে উন্মাতাল হয়ে উঠে।