
নতুন মুখ
এবার বাপ্পির শত্রু
ডেইলি টাইমস ২৪: বিপা চৌধুরী: বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী সম্প্রতি শত্রু নামে আরেকটি নতুন ছবির কাজ শুরু করেছেন। ছবিটিতে বাপ্পির সাথে অভিনয় করছেন জাহারা মিতু। এ জুটির প্রথম ছবি যন্ত্রনা, এরপর একসাথে জয়বাংলা ও কুস্তিগীর সিনেমাতেও অভিনয় করছেন তারা। গত মঙ্গলবার থেকে ঢাকার বিভিন্ন স্থানে শত্রু মুভির শুটিং শুরু হয়েছে। ছবিটিতে প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন মিতু। অন্যদিকে বাপ্পি চরিত্রের নাম দুর্জয়। পুলিশের সাব ইন্সপেক্টর।
ছবিটি নিয়ে বাপ্পি বলেন, সুন্দর একটি চরিত্র, চরিত্রটিতে অভিনয় করার অনেক সুযোগ আছে। আমি আশাবাদী দর্শকের ভালো লাগবে।
উল্লেখ্য ভালোবাসার রং ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বাপ্পি চৌধুরী। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। নিজের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের মন।