মুজিব শতবর্ষ

ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ঘোড়াঘাট উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করে উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার সাহানশা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির, মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাফে খন্দকার সাহানশা এবং সাধারণ সম্পাদক সদের আলী খন্দকার , পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু, আওয়ামী যুব লীগ, ছাত্র লীগ, স্বেচ্ছা সেবক লীগ, শ্রমিক লীগ।ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা এখলাছ হোসেন সরকার, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব দে, ভেটেরিনারি সার্জন ডাঃ রুমানা আকতার রোমি, উপজেলা ইউ আর সি জয়দেব কুমার বিশ্বাস, নারায়ণ ভট্টাচার্য ( ইউএনও অফিস) উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম রবিউল ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা , রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন , দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আন্জু আরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -কর্মচারি রা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি তে পুষ্পস্তবক করেন।

বঙ্গবন্ধু ‘র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেষে আলোচনা সভা, , সাংস্কৃতিক,চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

 

Show More

আরো সংবাদ...

Back to top button