
ভ্রমণ
মালয়েশিয়ার ই-ভিসা ওয়েবসাইট আবারও বন্ধ : ব্যক্তিগতভাবে ভিসা আবেদন করতে পারবেন
ডেইলি টাইমস ২৪: মালয়েশিয়ার ই-ভিসা ওয়েবসাইট আবারও রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ হয়ে গেছে। গত সপ্তাহেও মালয়েশিয়ার ই ভিসা ওয়েবসাইট বন্ধ হয়েছিলো। ফলে নতুন করে ই- ভিসা হচ্ছে না। যেহেতু ই-ভিসা বা eNTRI ভিসা পাওয়া যায় না, ভ্রমণকারীদের অবশ্যই সিঙ্গেল-এন্ট্রি ভিসার জন্য ব্যক্তিগতভাবে আবেদন করতে হবে। এর মানে হল মালয়েশিয়ার ভিসা পাওয়ার জন্য, যাত্রীদের এখন ব্যক্তিগতভাবে মালয়েশিয়ার কনস্যুলেট বা দূতাবাসে যেতে হবে এবং তাদের ভিসার আবেদন জমা দিতে হবে।
অধিকন্তু, মালয়েশিয়া দূতাবাস এই মাসের শুরুতে ঘোষণা করেছে যে পর্যটকদের জন্য গ্রুপ ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
সূত্র: ট্রাভেল বীজ