
গণমাধ্যম
সাংবাদিক রফিক মৃধার মা-বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া কামনা
ডেইলি টাইমস ২৪: সাংবাদিক মো. রফিকুল ইসলাম (রফিক মৃধা) এর মা-বাবার মৃত্যুবাষির্কী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার নিজ বাড়িতে দোয়া মিলাদের আয়োজন করা হবে। তাদের রুহের শান্তির জন্য দোয়া কামনা করেছেন তার পরিবার। রফিক মৃধার বাবা মো. ইউসূফ আলীর মৃধার ৬ষ্ঠ এবং মা রহিমা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী।
প্রসঙ্গত, রফিক মৃধার বাবা মো. ইউসূফ আলীর মৃধা ২০১৭ সালের ৪ জানুয়ারি এবং এবং মা রহিমা বেগম ২০১৯ সালের ৯ জানুয়ারি ইন্তেকাল করেন। তারাঁ ২ ছেলে ৪ কন্যাসহ অসখ্য স্বজন রেখে গেছেন। মরহুমের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী গ্রামে।