প্রধান সংবাদশিক্ষা

পিঠা আর গল্পে লেকহেড শিক্ষার্থীদের জমজমাট পিঠা উৎসব

ডেইলি বাংলা টাইমস: প্রতিদিন বিদ্যালয়ে শিক্ষার্থীরা স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে শ্রেণিকক্ষে পাঠদান শিখতে আসলেও আজ তা ভিন্ন চিত্র। শিক্ষার্থীদের কাঁধে কোনো স্কুল ব্যাগ নেই, নেই কোনো বই, খাতা ও কলম। সকলেই নানান সাঁজে নিজ অভিভাবকসহ বিদ্যালয়ে এসেছে পিঠা উৎসব করতে। বাহারি সব পিঠার মেলা। শীতে এই পিঠা উৎসবের আয়োজন করেছে গুলশানস্থ লেকহেড গ্রামার স্কুলের শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ক্যাম্পাসে ‘পিঠা আর গল্প’ এই স্লোগানে দিনভর পিঠা উৎসবে মেতে থাকেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা ।  নকশি পিঠা, চিতই পিঠা,  ভাপা পিঠা, পাটিসাপটা, পাকান, আন্দশা, কাটা পিঠা, ছিট পিঠা, গোকুল পিঠা, ইলিশ পিঠা, চুটকি পিঠা, মুঠি পিঠা, জামদানি পিঠা, হাড়ি পিঠা, চাপড়ি পিঠা, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ আরও কত নামের পিঠা নিয়ে নিজেদের স্টল সাজিয়ে রাখে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, আমাদের গ্রামীণ যে ঐতিহ্য আছে সেটা হারিয়ে যাচ্ছে। আমরা এই পিঠা উৎসবের মাধ্যমে গ্রাম-বাংলার ঐতিহ্য লালনের চেষ্টা করছি। আমাদের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে এই পিঠা বানিয়ে এনেছেন। শিক্ষার্থীদের পিঠা উৎসবের তত্ত্বাবধান করেন লেকহেড গ্রামার স্কুলের শিক্ষিকা আরফা, তাছমিয়া, তানিয়া প্রমুখ।

এদিকে স্কুল কতৃপক্ষের এমন চমৎকার আয়োজনে খুশি অভিভাবকরা। তারা বলছে, শহরে বড় হওয়া আমাদের সন্তানরা পিঠার নামই ভুলতে বসেছে।  পিঠার সাথে সন্তানদেরকে পরিচিত করাতে এমন আয়োজন স্কুল কতৃপক্ষ সব সময় আয়োজন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Show More

আরো সংবাদ...

Back to top button