খেলাধুলা

গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার মেসি

ডেইলি টাইমস ২৪: কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোল ব্যবধানে হারিয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুঁচিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন সুপারস্টার ফুটবল তারকা লিওনেল মেসি। সেই সঙ্গে জিতেছিলেন গোল্ডেন বলের পুরস্কারও। এবার আরও সুখবর পেলেন মেসি। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বর্ষসেরা ফুটবলারের শীর্ষ খেলোয়াড়ের তালিকাটি বছর শেষে ঘোষণা করা হয়। কিন্তু কাতার বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ায় গার্ডিয়ান তাদের সেরা ১০০ জনের নাম ঘোষণা করল কিছুদিন পরেই। শুক্রবার শীর্ষ ১০০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে গার্ডিয়ান। বিচারকদের দৃষ্টিতে মেসিই হয়েছেন নাম্বার ওয়ান।

বিচারক প্যানেলের ৭৬ শতাংশ ভোট পেয়েছেন মেসি। ১৩ শতাংশ বিচারকের চোখে বছরের সেরা খেলোয়াড় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ১০ শতাংশ ভোট পেয়েছেন করিম বেনজেমা। সেরা তিনে আছেন এই তিনজন।

উল্লেখ্য, বর্তমান ও সাবেক ফুটবলার, কোচ ও সাংবাদিকেরা মিলে মোট ২০৬ জন বিচারক মিলে এই তালিকা তৈরী করেছেন। প্রত্যেককে ৪০ জন করে খেলোয়াড়ের নাম দিয়েছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button