স্বাস্থ্য

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১০, মৃত্যু ১

ডেইলি টাইমস ২৪: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় (কোভিড-১৯) ১ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১০ জন। এছাড়া আগের দিন ১২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫১৬ জনে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ২২৪ জন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা ২ হাজার ১৫৩টি নমুনার মধ্যে পরীক্ষা করা হয় ২ হাজার ১৫৫ নমুনা। এদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৬ শতাংশ। এছাড়া মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। এর ১০ দিন পর সে বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button