জেলার সংবাদ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

ডেইলি টাইমস ২৪: খুলনায় মাইনুল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (৬ মার্চ) দুপুরে দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। তিনি সেনহাটি গ্রামের রেজার মোড়ের মিজানুর রহমানের ছেলে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার জানান, দুপুর সাড়ে ৩টার দিকে ৪-৫ জন সন্ত্রাসী প্রকাশ্য মাইনুলকে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, মাইনুলের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।

তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও ওসি জানান।

Show More

আরো সংবাদ...

Back to top button