বিজ্ঞান ও প্রযুক্তি

ফের বড় ছাঁটাইয়ের পথে মেটা

ডেইলি টাইমস ২৪: আবারো বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মেটা। গত কয়েক মাসে আর্থিক কারণ দেখিয়ে হাজার হাজার কর্মী ছাঁটাই করার পর আবারো একই পথে হাঁটছে মার্ক জাকারবার্গের এই প্রতিষ্ঠানটি।

 

ব্লুমবার্গের এক খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। এই দফায় কয়েক হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে।

 

সূত্রের খবর, সম্প্রতি মেটা আর্থিক কারণ দেখিয়ে ১০ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে। নভেম্বরের এই সিদ্ধান্তে যথেষ্ট চমকে উঠেছিলেন কর্মীরা। সেটাই ছিল মেটার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের প্রথম ধাপ। কর্মী ছাঁটাইয়ের নতুন উদ্যোগের পিছনেও আর্থিক কারণই রয়েছে। যদিও এখনও মেটার পক্ষ থেকে কিছু জানানো হয়নি এই প্রসঙ্গে।

Show More

আরো সংবাদ...

Back to top button