শিক্ষা

মেডিক্যাল ভর্তিযুদ্ধ শুরু

ডেইলি টাইমস ২৪: শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এবার মেডিক্যালে ভর্তির জন্য অংশ নিচ্ছেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ১২ পরীক্ষার্থী।

 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ৪ হাজার ৩৫০টি এবং ৭১টি বেসরকারি মেডিক্যাল কলেজে ৬ হাজার ৭৭২টিসহ সর্বমোট ১১ হাজার ১২২টি আসন রয়েছে। এর বিপরীতে মোট আবেদন জমা পরেছে ১ লাখ ৩৯ হাজার ২১৭টি। এর মধ্যে ৬৪ হাজার ২৬৮ জন ছেলে এবং ৭৪ হাজার ৯৫৩ জন মেয়ে।

Show More

আরো সংবাদ...

Back to top button