আন্তর্জাতিকপ্রধান সংবাদ

শপথ নিলেন নেপালের নতুন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল

ডেইলি টাইমস ২৪: নেপালের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রাম চন্দ্র পাউদেল। বৃহস্পতিবার (৯ মার্চ) পার্লামেন্টের ভোটে নেপালি কংগ্রেস পার্টির জ্যেষ্ঠ নেতা পাউদেল প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সোমবার প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হরি কৃষ্ণ কার্কি রাম চন্দ্র পাউদেলকে শপথবাক্য পাঠ করান।

এ সময় প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল, জাতীয় পরিষদের চেয়ারম্যান গণেশ প্রসাদ তিমিলসিনা ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাউদেলের বিপরীতে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন প্রচণ্ডের জোটের প্রধান শরিক দল কমিউনিস্ট ইউনিফায়েড মার্ক্সিস্ট-লেনিনিস্টের (ইউএমএল) সুবাস চন্দ্র নেমওয়াং। ৫২ হাজার ৬২৮ ভোটের মধ্যে পাউদেল পান ৩৩ হাজার ৮০২ ভোট। অন্যদিকে, নেমওয়াং পান ১৫ হাজার ৫১৮ ভোট।

সাবেক স্পিকার, একাধিকবার মন্ত্রী ও প্রেসিডেন্ট পাউদেল দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে পৌঁছার জন্য দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়েছেন। এক দশকেরও বেশি সময় ধরে জেলে কাটিয়েছেন তিনি। তিনি এখন পর্যন্ত ছয় বার সংসদ সদস্য, পাঁচবার মন্ত্রী এবং এক মেয়াদে স্পিকার হয়েছেন। দ্য কাঠমান্ডু পোস্ট

Show More

আরো সংবাদ...

Back to top button