জাতীয়লিড নিউজ

কোন বাধাই নারীদের এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করতে পারবে না: এইচ এম সাঈফ আলী খান

ডেইলি টাইমস ২৪: বাংলাদেশের নারী সমাজ এগিয়ে যাচ্ছে। তাঁরা এখন সকল কর্মক্ষেত্রে সাফল্যের সাথে সমাজে পরিবারে ও রাষ্ট্রে অবদান রাখছে। বর্তমানে কোন বাধাই আর নারীদের এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন কমনওয়েলথ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর কো চেয়ারম্যান, গ্লোবাল এক্সপ্লোর গ্রুপের চেয়ারম্যান এইচ এম সাঈফ আলী খান। শুক্রবার( ১৮ মার্চ) রাজধানীর পল্টনের দারাুসসা অর্কেড প্লাজায় বিশ্ব নারী দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অপরাজিতা সম্মেলনে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এইচ এম সাঈফ আলী খান বলেন, আমাদের ধর্মে নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন বাধা নেই। এবং আমি মনেকরি অন্য কোন ধর্মেও নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে না। সমাজে যেমন ভালো লোক আছে তেমনি মন্দ লোকও আছে। তাই মন্দ লোকের কটুকথার দিকে নজর না দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে নারীদের।

তিনি আরো বলেন, কাউকে দেখিয়ে দেয়ার জন্য নারীরা কাজ করবে  এমন নয়। নারীরা তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাবে। যখন সে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে তখন সারাবিশ্বই তাকে দেখতে পাবে। সেক্ষেত্রে প্রতিটি নারীর অবশ্যয় পরিবারের সহযোগিতা খুবই প্রয়োজন। পরিবারের সহযোগিতাই পারে একজন নারীর স্বপ্নপূরণে চুড়ান্ত শিখরে পোঁছে দিতে।

অপরাজিতা বিজনেস সোসাইটি আয়োজিত অপরাজিতা সম্মেলনের সভাপতিত্ব করেন শাহিন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ বিভাগীয় প্রধান(ঢাকা) মেজর (অব:) শাহাবুদ্দিন চাকলাদার, সৃজন বাংলাদেশের চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরী, ফারসী বিউটি কনসেপ্ট এর ব্যবস্থাপক মো: আনিসুর রহমান, এভার নাইস কসমেটিকস এর ব্যবস্থাপনা পরিচালক মো: কামরুজ্জামান রিপন,  ব্যাংকার মো. মনজুরুল আলম টিপু প্রমুখ।

অনুষ্ঠানে আগত নারী উদ্যোক্তরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করায় সংগঠণের পক্ষ থেকে শতাধিক নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button