আন্তর্জাতিকপ্রধান সংবাদ

উত্তাল সুদান, জাতিসংঘের কর্মীসহ নিহত ৫৭

ডেইলি টাইমস ২৪: ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে সেনাবাহিনী ও শক্তিশালী আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষে উত্তাল সুদান। দেশটির রাজধানী খার্তুম ও দেশের বিভিন্ন জায়গায় দুই বাহিনীর লড়াইয়ে এখন পর্যন্ত ২৭ জনের নিহতের খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে জাতিসংঘের তিনজন কর্মী রয়েছেন। এ ছাড়া এতে আহত হয়েছেন অন্তত ২০০ জন। খবর বিবিসি ও আল-জাজিরার।

দেশটির ডক্টরস ইউনিয়ন গতকাল শনিবার এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে হতাহতরা বেসামরিক লোক কি না সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

ডক্টরস ইউনিয়নের বিবৃতিতে আরও বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চল ও উত্তরাঞ্চলীয় মেরোবি শহরে অগণিত হতাহত রয়েছে। এদের মধ্যে সেনাবাহিনী ও আরএসএফের সদস্যও আছে।

দেশটির সেনাবাহিনী ও আরএসএফ উভয় বাহিনীই খার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দর ও প্রধান শহরগুলো দখলের দাবি জানিয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জেট দিয়ে আরএসএফের ঘাঁটিতে হামলা চালানো হচ্ছে। দেশটির বিমান বাহিনী এ সময় স্থানীয় লোকদের ঘর ছেড়ে না বেরোনোর আহ্বান জানিয়েছেন। খার্তুমের বাসিন্দারা বিবিসিকে তাদের ভয় ও আতঙ্কের কথা জানিয়েছেন।

২০২১ সালের অক্টোবরে এক ক্যু এর পর থেকে দেশটির জেনারেলরা দেশ চালাচ্ছেন।

বিবিসির এমানুয়েল ইগুঞ্জা জানিয়েছেন, দেশটিতে প্রস্তাবিত বেসামরিক সরকারে কে একীভূত সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করবেন- তা নিয়ে বিবাদ তৈরি হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button