গণমাধ্যমপ্রধান সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা এখনও চাপের মধ্যে: ঢাকাস্থ ডাচ দূতাবাস

ডেইলি টাইমস ২৪: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বার্তা দিয়েছে ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাস। গণমাধ্যমের স্বাধীনতা এখনও চাপের মধ্যে রয়েছে- একথা জানিয়ে আজ (বুধবার) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে লেখা হয়েছেঃ

মুক্ত ও স্বাধীন সাংবাদিকতাকে সমর্থন করে নেদারল্যান্ডস। আমরা বিশ্বাস করি ভয়ভীতি ছাড়াই সাংবাদিকদের রিপোর্ট করতে সক্ষম হওয়া উচিত, কারণ আমরা যে পৃথিবীতে বাস করছি সেটি বোঝার জন্য নির্ভরযোগ্য তথ্য অপরিহার্য। গণমাধ্যমের স্বাধীনতা এখনও চাপের মধ্যে রয়েছে।

সাংবাদিকদের নির্ভয়ে রিপোর্ট করতে সক্ষম হওয়া উচিত, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের একটি স্তম্ভ- এমনটি জানিয়ে নেদারল্যান্ডস দূতাবাস বলছেঃ

ডাচ হিউম্যান রাইটস ফান্ড এর মাধ্যমে নেদারল্যান্ডস মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তাকে সমর্থন করে থাকে। সাংবাদিকরা আমাদের তথ্য, গুজব এবং পরিসংখ্যান বোঝতে সাহায্য করে। সারা বিশ্বে যা ঘটছে সে খবর জানাতে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে থাকে। মুক্ত গণমাধ্যম এবং অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক এবং এসব রক্ষা করা আবশ্যক।

Show More

আরো সংবাদ...

Back to top button