ধর্ম ও জীবন

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীতে শান্তি শোভাযাত্রা

ডেইলি টাইমস ২৪: বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান দিবস বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শান্তি শোভাযাত্রায় নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শান্তি শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে শান্তি শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button